ways to please your boss at your work place – কর্মক্ষেত্রে আপনার বসকে খুশি করার উপায়
About Course
কর্মক্ষেত্রে আপনার বসকে খুশি করার উপায়
কর্মক্ষেত্রে কমবেশি সবাই একই অভিযোগ করেন, আর তা হলো বসের সাথে বনিবনা হয় না। বস আমাকে দেখতে পারেনা, অফিসে ঝামেলা হচ্ছে, বস আমার উপর অত্যাচার করে, বসের সাথে আমার শত্রুতা আছে এমন কথা হরহামেশাই শুনতে পাওয়যা যায়।
বস মাঝে মাঝে আপনাকে এমনভাবে দেখে যেন আপনি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন। এ ছাড়া আপনাকে দেখলে কিংবা আপনার কথাবার্তা শুনেও তিনি বিরক্ত হন। মোটকথা, তিনি আমার উপস্থিতিও সহ্য করতে পারে না।
একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের পচাত্তর পারসেন্ট চাকরির অব্যাহতি বসের বা উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের কারণে হয়ে থাকে।
আমরা প্রায়ই দেখতে পাই যে, যখন কোন একটা কোম্পানিতে একজন ম্যানেজার অথবা হেড অফ ডিপার্টমেন্ট জয়েন করে তখন ওই বিভাগের একটা অংশের অফিসার, এক্সিকিউটিভ এবং ম্যানেজাররা ওই নতুন ব্যক্তিটিকে সহজে মেনে নিতে চায় না যাতে করে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় যা মোটেই ঠিক না। কিন্তু আমরা বসকে সঠিকভাবে না বুঝার কারনে আমরা আমাদের নিজেরে অজান্তেই বসের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ি।
একবার ভেবে দেখুনতো যেই বসের সঙ্গেই আপনি দিনে অন্তত আট থেকে দশ ঘণ্টা সময় কাটান তাহলে আর সাথে দ্বন্দ করা আর জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ না করা একই না?, তাই আমি মনে করি তার সঙ্গে ভাব করে নেওয়ার পথটা শিখে নেওয়াই বোধহয় ভালো, তাই নয় কী?
হয়ত সবাই বলবেন বসকে ইমপ্রেস করা কী চাট্টিখানিক কথা? বসকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা প্রায় অসম্ভব।
এখন আপনাদের কাছে মনে হবে বসকে পটানো অনেক অসাধ্য কাজ? নাহ, মোটেই না। খুব সহজেই আপনি আপনার বসকে পটাতে পারবেন।
তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই বসকে ইমপ্রেস করার সহজ কিছু উপায়—